তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন। উপদেষ্টা শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মাদরাসা রেজিস্ট্যান্স ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে নির্ধারিত সময়ের আগেই জনতার ঢল নেমেছে। আজ বিকাল ৩টার দিকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই অনুষ্ঠানস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। এ ছাড়াও চারদিক থেকে দলে দলে মিছিল নিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নিচ্ছেন।